শুধু তুমি এসো/একটি গোলাপ/হাতে
যে গোলাপ তুমি/ আর কোনোদিন/আনোনি
বিনিময়ে দিবো/একটি হৃদয়/তোমাকে
যে) হৃদয়ের খোঁজ/তুমি কোনোদিন/রাখোনি।।


তোমার দেয়া ঐ/গোলাপ কলিতে/প্রিয়
সাজাবো আমার/হৃদয়ের ফুল/দানি
ভালোবেসে যদি/আমাকে করো/হৃদয়ের রাণী।।
বিনিময়ে দিবো/একটি হৃদয়/তোমাকে
যে) হৃদয়ের খোঁজ/তুমি কোনোদিন/রাখোনি।।


গোলাপ কাঁটার/ নির্দয় আঘা/তে
হৃদয়ে রক্ত/ঝরাতেও আমি/ রাজি
জানো না গো প্রিয়/ তোমার জন্য
এ) জীবন ধরেছি/বাজি।


একটি মধুর/চিঠি দিও তুমি/ সবুজ পাতার/খামে
আমায়) নাম ধরে ডেকো/একটি ফুলের/নামে
যে) ফুলের সুবাস/তুমি কোনোদিন/গায়ে মাখোনি।।
বিনিময়ে দিবো/একটি হৃদয়/তোমাকে
যে) হৃদয়ের খোঁজ/তুমি কোনোদিন/রাখোনি।।
২৮-৯-২০১৭


[গানটি মান্যবর অতিরিক্ত সচিব ফরিদা পারভিন মনা স্যারকে উৎসর্গ করলাম। কেননা, গানের প্রথম কলিটি তাঁর ফেসবুক স্ট্যাটাস থেকে নেয়া। মূলত এই কলিটিকে আশ্রয় করে গানের কবিতাটি রচনা করার প্রয়াস পেয়েছি]