এখনও কবিতা লিখি চোখের জলে
এখনও গাঁথিছি মালা ঝরা বকুলে
এখনও ডাকি স্বপনে প্রিয়া প্রিয়া বলে
এখনও হৃদয়ে আছো, শুধু তুমি গেছো ভুলে।


হেঁটেছি অনন্ত পথ আমি পৃথিবীর পথে
এনেছি শত নীল পদ্ম মানস সরোবর হতে
দেবীর আসনে বসায়ে সাজালাম ফুলে ফুলে
নয়নে নয়ন রেখে হারালাম নয়নের নীলে।
এখনও হৃদয়ে আছো ...


প্রথম যেদিন কাছে এসেছিলে ভীরু লাজে
রাঙিয়েছিলে মুখ শত চুম্বনের কারুকাজে।


স্মৃতিগুলো আজ ভাসে মৃত জোছনার ছায়ায়
হৃদয়ে বাজে হাহাকার তোমারই মায়ায়
তোমার ভালোবাসা আজও ভাসে অশ্রুজলে
দেখাতে পারি না পোড়া এই হৃদয়টা খুলে।
এখনও হৃদয়ে আছো ...


৭-৯-২০১৭