এ) কেমন ভালোবাসায়
তুমি আমাকে জড়ালে
চোখ বুজলেই সন্মুখে দাঁড়াও
চোখ খুললে চলে যাও আড়ালে।
ভুল হয় সব কাজে
অষ্ট প্রহর কর্ণে যে
তোমারই কণ্ঠ বাজে
তবুও কেন পাই না কাছে
দুটি হাত বাড়ালে।
তুমি কি গো অপ্সরী
নাকি তার ছায়া
প্রেমের দেবী কি তুমি
নাকি মিছে মোহমায়া।
কাছে যদি নাইবা আসো
কেন ভালোবাসিলে
কেন) এত রূপের মাধুরী ছড়ালে
মিষ্টি চোখের দুষ্টু ইশারায়।
কেন) প্রেমের মায়াজালে জড়ালে।
১৮-১০-২০১৭