গান-
যার তার সাথে হয় কি রে প্রেম
প্রেম সে তো নয় কাচেরই ফ্রেম।
মনের ফ্রেমে না বাঁধলে মন
হয় কভূ কি আসল সে প্রেম।।

প্রেম তো রে হয় মনে মনে
মনের সাথে সঙ্গোপনে
ভাবের ঘরে ভাব না হলে
তেল কি মেলে জলের সনে।
মনের সাথে মন মিলিলে তবেই তো হয় মধুর সে প্রেম।।

প্রেমের মেলা হয় বারোমাস
পূর্ণিমাতে নয় শুধু বাস
প্রেম করে কেউ হয় মহারাজ
কারো জীবন হয় সর্বনাশ।
সর্বনাশা না হলে কি হয় কিরে সে মরমী প্রেম।।

মেঘের টানে মেঘ ভেসে যায়
মাটির টানে বৃষ্টি গড়ায়
ভাব যদি হয় বন্ধুর পাড়ায়
লোকের কথায় কি আসে যায়।
খাঁচায় বন্দি জীবন যাদের হিসেব কসে হয় কি রে প্রেম।।


মিটুল কুমার বোস
তাং- ১৯/০৯/১৯, বৃহস্পতিবার।