তোমার কথা পড়লে মনে শ্রাবণ ঝরে চোখে
যারে ভালোবাসি আজও স্বপ্ন সুখের স্রোতে।
কুঞ্জছায়ে নতশিরে নীরব নয়ন জলে
ভাসিয়ে দিলাম দুখের ভেলা, নয় যে অভিমানে
পালের খেয়া যাক না বয়ে জোয়ার-ভাটার টানে
ভালোবাসি এই কথাটি চুপকথা হয়ে বাজে
হৃদয় আমার আজও কাঁদে মুখের কথা মুখে।
মনে পড়ে অতীত দিনের ক্ষণিক স্মৃতির কথা
সুরের দোলায় দুলে ছিলাম ভুলে সকল ব্যথা
কালো মেঘে আকাশ ছেয়ে ভাঙল যখন ঘর
পুড়লো কপাল সেদিন হতে, করলে আমায় পর
তবুও তুমি আজও প্রিয় তোমার ছবি বুকে।