ঝরে যাওয়া কুসুম আমি
গন্ধ বিহীন প্রাণ,
কাগজের ফুল ফুলদানিতে
অরূপের রূপ দান।
ঝরা ফুলের মালা গলায়
নিরব থাকে পাষাণ ঠাকুর,
মনের মানুষ রাখে মান
সুরের সাথে সাধে গান।
কুঁড়ি থেকে ফুটল কুসুম
ভ্রমর এলো মধুর লোভে,
মধু নিয়ে চলল ভ্রমর
আমি তাই দেবতার পর'।
মনের মানুষ আসে কই
রূপ-রস-গন্ধ ম্লান,
পূজি দেবতারে ভক্তি দিয়ে
হৃদয়ে প্রেমের বান।