মন মানে না সয় না দেরি
স্বপন দেখি তোমায় হেরি
কখন তুমি আসবে হেথা
ঘুচবে তবে সকল বেড়ি।
শ্যামের বাঁশি বাজবে যখন
শ্যাম সোহাগী যাবেই তখন
হবে মিলন নয় যে দেরি
যুগলরূপে তোমায় হেরি।
কৃষ্ণ, রাধা রাধা জপ নামে
রইব আমি তোমার বামে
দেখবে যারা জানবে সবে
প্রেমে মুক্তি সফল হবে।
প্রেমের ঠাকুর দেখবি আয়
কন্ঠে প্রেমের গান গায়
আয় না তোরা সবাই মিলে
রাম-রহিম ও মাতা-মেরী।