চলো চলে যাই সেইখানে যেথা মন টানে
ফিরবো না মোরা কোনদিন আর এইখানে
তোরা কে কে যাবি আয়, সাথে সাথে যাবি আয়।


তোরা কে কে যাবি আয় অচিনপুরের গাঁয়
সেথা সবুজ গালিচা পাতা আছে আঙিনায়
আহা ঝিকিমিকি রোদ খেলে লুকোচুরি
যেথা মাতাল হাওয়ায় দোলে সোনাঝুরি,
পলাশ বনের ধারে শঙ্খী নদীর পাড়ে
ছলাত্ ছলাত্ তালে ময়ূরপঙ্খী বায়
আয় আয় আয়, সাথে কে কে যাবি আয়।


মেঠো পথের বাঁকে রাখালিয়া বাজায় বাঁশি
বৃষ্টি ভেজা গান গেয়ে আবাদ করে চাষি
ভরবে প্রাণ তোদের শুনলে বাউল গান
একই বৃন্তে দোলে হিন্দু-মুসলমান -
আহা মাটির মমতা দিয়ে গড়া সে গ্রাম
এবার ভাসাবো তরী আমার, যাবি কি নায়?
আয় আয় আয়, সাথে কে কে যাবি আয়।