চলে গেলে বলে গেলে না
তুমি, চলে গেলে বলে গেলে না
হৃদয়ে জমাট ব্যথা সে কি বোঝো না
তুমি, সে কি বোঝো না।
উদাস দুপুর কাঁদে, জাগে শুকতারা
ভেজা চোখে রাতও থাকে একেলা
আলোর ঠিকানা খুঁজে মরিই মিছে
তবু, আলেয়ার আলো দেখি না।
শপথের পথ আজ বন্ধুর হল
আঘাতের বরষণ দুঃখই দিলো
স্মৃতিটুকু মালা হয়ে কণ্ঠে জড়ালো।
নিত্য যে ফুল ফোটে কাননে হেথায়
নিরাশার কুঁড়িতে ব্যথায় ব্যথায়
ফুল যায় ঝরে আসে না তো অলি
ক্রন্দনে অনুক্ষণ, দিন কাটে না।