পাখি পোষ মানে না, পাখি গান জানে না
তবে যা উড়ে যা, বনের পাখি বনে যা।
দেব না দানা, দেব না পানি
তোর কথা ভাববো না আমি
পাখি তোর রাগ খুব জানি
তুই গহন বনের রাণী
যা উড়ে যা, বনের পাখি বনে যা।
গাইছি বসে দুখের গান
শূন্য খাঁচায় নেই যে প্রাণ,
ভুলবো তোর চম্পা নাম
ভালোবাসার নেই যে দাম।
ও আপন মনে উড়ে উড়ে
ও বনের পথে ঘুরে ঘুরে
নাগাল থেকে অনেক দূরে
খুশির ডাকের সুরে সুরে
গা পাখি গা, মুক্তির গান গা।