লুকোচুরি খেলা চলে সারাবেলা,
কখনো দেখা কভু অদেখা
এই বেশ আছি তুমি-আমি কত কাছাকাছি
এ পথে গান গেয়ে অরূপ-রেখা।।
যদি ঘটে কোনদিন কাট্টি-আড়ি
কিছুতেই যাব না যে যার বাড়ি
তুমি যদি রাগ ভারি আমি তবে মানি হারি
অরূপ সাথেই থাকবে এ রেখা।।
তবে ছাড়বো না হাত তোর সাথী
যাক দূরে যাক সব কালো রাতি
ওই দেখো শুকতারা আকাশ প্রদীপ জ্বালি
কুজনে দু'জনে দোলে রূপরেখা।।