দুষ্টু তুমি তোমার সাথে আড়ি
করবো না ঘর যাব বাপের বাড়ি
বুঝবে তখন ভাঙবো যখন
হাটের মাঝে হাঁড়ি,
আমি যাব বাপের বাড়ি।
কাজের বালাই নেই যে তোমার
মদের নেশায় চুর
আঃ, সকাল সন্ধ্যে ঝগড়া ঝাটি
রাতের বেলায় দূর
তখন আমি কাঁদছি বসে বাড়ি।
মুরোদ তোমার জানা আছে স্বামী
বলে লোকে নারীর কাছে
সোহাগ অনেক দামী।
চাই না আমার সোহাগ সিঁদুর
চাই না সুখের বাসা
বাপের ঘরে ছিলাম ভালো
মরতে হেথায় আসা,
এখন থেকে চলবে একা নারী।