পোড়া মন পোড়ে না রে
ভাঙা বাঁশি বাজে না রে
মনের কথা কই কারে
মন্দ-ভালো ভবের মাঝারে।
লোকে বলে নষ্ট আমি, থাকি আঁধারে
আঁধার বিনা আলোর বলো কি দাম আছে?
তোমরা যারা মুখোশ পরে থাকো আলোতে
বাইরে আলো ভিতর কালো রঙের বাহারে।
নিজের কবর নিজে খোঁড়ো
মিছেই তুমি বড়াই করো,
মনে রেখো জন্ম যাহার পাঁকেতে
শতদল হয়ে ফোটে সরবরেতে।
তাই) যেমন বাজাও তেমনি বাজি
স্বর্গ-নরক যেতেও রাজি
বিচার সবার করবে কাজি
ফুরালে দিন মানবে তাঁহারে।