ক্ষণিকের কথা,ক্ষণিকের কালে
ক্ষণিকে হারিয়ে যায়,
তবু কিছু কথা এমনও থাকে,
হারিয়েও যা হারাতে না চায়।
ফিরে ফিরে আসে জীবনের মাঝে,
নব নব রূপে,নব নব সাজে।
বারে বারে হায়,কাঁদিয়ে যায়,
জীবনের মাঝে ফিরে ফিরে চায়।
ক্ষণিকের কথা,ক্ষণিকের কালে
ক্ষণিকে হারিয়ে যায়,
তবু কিছু কথা এমনও থাকে,
হারিয়েও যা হারাতে না চায়।