ভাবী যেন লাজুক লতা
ছলাকলা কিছুই জানে না
সে যে মনের কথা মনে রাখে
মুখে আনে না ।।


মালারও বাঁধনে হিয়া বাঁধা পরেছে
শরম লাবনী যেন অঙ্গে ঝরেছে
আহা মনে পড়ে সেই যে লগন
যারে ভোলা যায় না ।।


এই যে প্রহর কেন আসে না প্রতিদিন
মিলন মাধুরী তবে হতো না বিলীন ।


উৎসব রাত এলো স্বপ্ন নিয়ে
ভীরু বাসনার এ মন নীরবে রাঙিয়ে
আহা এমন করে হাজার বছর
বাসর হয়ে থাক না ।।