তুমি সখা আমার বন্ধু লাগো
আমি সখি লাগি তোমার প্রিয়া
প্রেমের ডোরে হৃদয় পুরে
বান্ধিয়া রাখিবো তোমার হিয়া ।।
আমি হবো বন্ধু ফুলেরও কলি
তুমি হবে মাতাল ভ্রমর অলি
মধুর সাগরে জীবন ভরে
সাঁতার কাটিবে তুমি বিনদিয়া ।।
আমি দেবো চির ভালোবাসা
তুমি দিও বন্ধু সুখেরও আশা
জীবনে মরণে বরো দু'জনে
প্রেমের কাননে বিকশিয়া ।।