তুমি যে আমার জীবনের উপহার,
কি করে তোমায় আমি ভূলবো
যতো দিতে চাও যাতনা দিয়ে যাও,
তবুও তোমায় ভালোবাসবো ll

ভালো লাগে তাই ভালোবাসি,
বিনিময়ে দিয়েছিলে একটু হাসি  
ভাবিনিতো কোনদিন কিছু চাইবো ।।


চিরদিন র'বো পাশে, ছিল মোর কামনা,
চলে যাবে ফেলে কভূ করিনিতো ভাবনা l


ভালোবাসা কি হ'লো অপরাধ  
তাই নিয়ে কেন তবু এই প্রতিবাদ  
দাও যদি অপবাদ নীরবে সইবো ।।