তুমি বড় ভাগ্যবতী
আছে আমার ঘরে আঁধার
জ্বলে তোমার ঘরে বাতি
না না তুমি, তুমি বড় ভাগ্যবতী
এলো তোমার ঘরে দিবস
হলো আমার ঘরে রাতই ।।


পরের বনে ফুল ফোটাতে
হলাম এসে মালি
ফুলের মালিক আমি তবু
আঁচল আমার খালি
হাসি খুশি এই জীবনে
হলো তোমার সাথী ।।


স্বামীর সোহাগ নিয়ে তুমি
আছো বড় সুখে
সবই আছে ঘুম নেই তবু
আমার দুটি চোখে
দুখে যদি সুখ থাকে
কি বা এমন ক্ষতি ।।


ঘরের বাঁধন চির তরে
হলো তোমার মালা
মালার মাঝেও কাঁটা আছে
ধরায় বুকে জ্বালা
ধরতে তবু পেরেছো যে
সুখের প্রজাপতি ।।