তোর রূপ দেখে চোখ ধাধে মন ভোলে না
থমক দেখে চমক লাগে পরাণ দোলে না।।
বাঁকা ঠোটে তোর রঙ্গিল হাসি
উতালা ঢেউ খেলে যায়
এই অঙ্গে যে আগুন লাগায়
মরমী পতঙ্গ উড়ে এসে
গোপনে প্রাণ সপে যায়
তোর যৌবন প্রদীপ শেখায়
যৌবন হারালে এই মধু ফুরালে
মৌমাছি আর কাছে রবে না।।
কাজল পড়া দুটি চপল আখি
যে কথা বলিতে চায়
আরে সে কথা জানে সবাই
নেশা কেটে গেলে রাতের শেষে
চলে তো যাবে সবাই
পড়ে রবি শুধু একলাই
বলি কী ঘটনা পূর্ন তো হবে না
কে ডেকে আর কাছে রবে না।।