তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো
তুমি যে আমার চির আশার আলো ।।
তুমি আছো সারাক্ষণ আমার প্রাণে
স্বপ্ন ভরানো মান অভিমানে
তোমারই মমতা আমার সকল আশা রাঙিয়ে দিলো ।।
তুমি মোর জীবনের সুখের গীতি
হইয়ো না কখনো তুমি দুখের স্মৃতি
আমারই সাধনা তোমার মনের ছায়ে ঠাঁই যে পেলো ।।