সুখের দিনেও আমি তোমার
দুখের দিনেও আমি
আমি জীবন সঙ্গিনী
তোমার সহধর্মিণী ।।
তোমার মতো স্বামী পেয়ে
আমি কত গরবিনী
তোমার আদরে সোহাগে
হয়েছি সোহাগিনী
সুখের দিনেও আমি....... ।।
এত ভালোবাসে তুমি
আমায় করেছো ঋণী
এ ঋণ শোধ করে যাবো
হয়ে মরণ সঙ্গিনী
সুখের দিনেও আমি....... ।।