সুচরিতা যেও নাকো কিছুক্ষণ থাকো
নাই যদি হয় কথা বিনিময় কাকন দিয়ে ডাকো ।।


অনেক নীলে আকাশ দেখ উঠেছে আজ ভরে
এমন ক্ষণে আমার ফেলে যাবে কেমন করে ।
নয়নে স্বপনে আমায় ধরেই রাখো ।।


একটু না হয় বসলে পাশে লক্ষী মেয়ের মতো
নিবিড় করে বলবো তোমায় প্রাণের কথা যতো ।
জীবনে মরণে আমার হয়েই থাকো ।।