সোনা চান্দি টাকা পয়সা
কিছুই চাই না
এমন একটা মন চাই
যে মনের মাঝে কোনো
কালা দাগ নাই ।।


সোনাতে খাদ আছে
জানে স্বর্ণকারে
চান্দির চমক চলে যায়
দু'দিন আগে পরে
টাকা পয়সা হাতের ময়লা
আজ আছে কাল নাই ।
দালানকোঠা, জায়গা জমি
কিছুই চাই না
এমন একটা ঘর চাই
যে ঘরে বাতি ছাড়া
আছে রোশনাই ।।


দালানে লোনায় ধরে
পুরান হলে পরে
ইটের গাঁথনি খসে পড়ে
থাকে না আস্তরে
জায়গা জমির কি দাম আছে
আবাদ করার লোক নাই ।
দালানকোঠা জায়গা জমি
কিছুই চাই না
এমন একটা ঘর চাই
যে ঘরে বাতি ছাড়া
আছে রোশনাই ।।