শুধু একবার বলে যাও
আমি যে তোমার কতো প্রিয়
এই ভীরু মন দোলে কোন
না বলা কথায় জেনে নিও ।।


হাত বাড়িয়ে আছি বসে
আসবে কখন আমার পাশে
এতো আয়োজন পূর্ণ করে
রঙে রঙে ভরে দিও ।।


স্বপনে জড়ালে যেন ভালোবেসে
মুগ্ধ করেছো আমায় কাছে এসে ।


মন তোমারে পেল বুঝি
লগ্ন মধুর এলো বুঝি
সারাটি জীবন ধন্য করে
সুরে সুরে ডেকে নিও ।।