সবুজ বনে যায় না চেনা বনের সবুজ টিয়া
অনেক দূরে ঠিক হলো তাই টিয়া মেয়ের বিয়া ।।
ও মা এ কী কাণ্ড বলো দেখি!
বর আসিতে কতো বাকি?
কেঁদে কেঁদে লগ্ন যায়, বিয়া শেষে হবে তায়
ভুতুম পেঁচা পাশে ছিলো টোপর মাথায় দিয়া ।।
টিয়ার রাজা বললো ডাকি
কেহ তোরা আছিস নাকি?
ভুতুম পেঁচা উঠলো ডেকে বান্দা হাজির আছি।
ও মা এ কী স্পর্ধা বলো তারই
আনলো কিনে আলতা চুড়ি
সেই দুঃখেতে টিয়ার হায় কান্না শুধু নয়ন ছায় ।
বনের থেকে গেলো বধূর সাজন লইয়া ।।