শেষ হলো না পত্র লেখা
ফুরিয়ে গেছে শুধু ভাষার দাবি
প্রেম কেন যে আঁচলে আমার
রেখেছিল তার ভুলের চাবি ।।


জীবন আমার যখন যেমন
তেমন হয়েই যদি কেটে যেতো
পথ চাওয়ার গোধূলি না হয়
দু'চোখ আমার শুধু শ্রাবণ হতো
পালঙ্কে মোর বাসর ঘরের ফুলে আছে
হারিয়ে গেছে তার সুরভী ।।


নূপুর আমার সুরের বাদল
বেড়ি হলো কেন আমার পায়ে
প্রেমের আতশ শীতল বলে
বসে ছিলাম কেন তোমার ছায়ে
প্রেমের রাতের পরিমলে বেঁধে বীণা
গাইতে হলো গান পূরবী ।।