সে আমায় চিঠি দিয়েছে
সে আমার খবর নিয়েছে
সে যে আমারে ভালোবেসেছে ।।


ও বনফুল, তুই মিছে কেন ফুটলি
ঘুম ভেঙে উঠলি
এখনো এলি না কেন খোপাতে
অভিসারে আজ হবে যেতে ।
ও পাহাড়, তুই মেঘ শাড়ি জড়িয়ে
আঁচলটা ছড়িয়ে
কার পানে চেয়ে বল রলি রে
আজ আমার মতো কি হলি রে ।
আমার এ নয়ন লজ্জা ভুলেছে ।।


ও বাতাস, তুই সাথে সাথে চল না
কানে কানে বল না
একটি গোপন কথা আমারে
কবে আমি যাবো তার ঘরে ।
ও সাগর, তুই ঢেউ ঢেউ ছন্দে
মনেরই আনন্দে
বলে দে নতুন কিছু আমারে
বধূ হবো কতদিন পরে ।
আমার এ হৃদয় উতলা হয়েছে ।।