সে আমার ভালোবাসার আয়না
সে যে ডাক দিয়ে যায় পালিয়ে বেড়ায়
ধরা দিতে চায়না ।।
তার কালো চুলে ভ্রমর দোলে
মেঘেরা পায় লজ্জা
মিষ্টি ঠোঁটে গোলাপ ফোঁটে
অঙ্গে রূপের সজ্জা
আহা সেই মেয়েটি এমন মেয়ে
নিজেই নিজের গয়না ।।
তার চোখের নীলে গালের তিলে
আকুল করা তৃষা
এক নজরে দেখলে পরে
হারিয়ে যায় দিশা
আহা সেই মেয়েটি কোথায় পাবো
আর তো দেরি সয়না ।।