রাগ করবার আরো যে কতো
সময় আছে যে পড়ে
অনেক আশার এইটুকু ক্ষণ
খুশিতে দাও না গো ভরে ।।


চেয়ে দেখো ঐ রঙ লেগেছে
মৌসুমী ফুলে ফুলে ফুলে
নীল আকাশে মেঘের মেলা
কি কথা যায় বলে
কে জানে এমন দিন
আসবে কিনা ফিরে ।।


যদি তুমি ভাবো রাগ করলেই
তোমাকে দেখায় খুব ভালো
আসলে তা নয় দেখতে লাগে
হুতুম পেঁচার মতো কালো ।


এই তো বেশ হাসলে পরে
মধুর মধুর লাগে
ঝিলমিলিয়ে ঝিলের জলে
কাঁপন যেন জাগে
ক্ষতি কি হেসে খেলে
যাক না বেলা বয়ে এমনি করে ।।