প্রথম যেদিন আমি তোমাকে দেখেছি
সেদিন থেকে তোমারে ভালোবেসেছি ।।


‌‌সবারই জীবনে প্রেম আসে আগে পরে
তোমাকে যে ভালোবাসি বলি তা কি করে
কি বলো না বলো ভাবি না তা নিয়ে
তোমারই মাঝে জানি গিয়েছি হারিয়ে
দূর হতে তোমায় যতো বার দেখেছি
মনে মনে কতো ছবি এঁকেছি ।।


আমারই হৃদয়খানি ছিলো মরুভূমি
তীরতে সজল করে দিয়েছো যে তুমি
ভালোবাসা দিয়ে করেছো যে ঋণী
শোধ হবে না তো কোনদিনই
সারাটি জীবন ভরে যতোটুকু চেয়েছি
তোমাকে পেয়ে আমি আরো বেশি পেয়েছি ।।