প্রেম যেন মোর গোধুলি বেলার পান্থ পাখির কাকলি ।
কি যেন বলিতে চায়, কিছু তার বলে যায়,
কিছু কথা যায় তবু না বলি ।।
হৃদয় দিয়ে তুমি বুঝে নিও
না বলা কথার মানে খুঁজে নিও ।
সুরের সোহাগে হয়ে চঞ্চল
কেন যে মুখর হয় গানের কলি ।।
যে চোখে নিবিড় হয়ে স্বপ্ন ছিল
সেখানে হঠাৎ কেন লজ্জা এলো ।
বন্ধু আমার ওগো মনময়
দাও না লাজের এই বাঁধন খুলি ।।