পায়ের মাপ দাও এই জুতা পরে নাও
ঘুচবে অভাব চোখের মুছবে পানি
যে পরবে সেই হবে রাজরানী ।।


জানি না কার কবে ও কপাল খুলে যাবে
সকালের ভিখারিনী বিকালে মহারানী
সাত মহলায় বসে দিন কাটাবে
রানী হবে সাথে রাজ্য পাবে
সত্যি কথার এক রূপ কাহিনী ।।


ছিল যে ঘুমের ঘোরে রাজার এই অন্তপুরে
উতলা করে তারে হারিয়ে গেছে দূরে
কখন সে এসে ধরা দেবে
রাজার বাসনা পূর্ণ হবে
একদিন তারেই খুঁজে পাবো জানি ।।