পাওয়া না পাওয়ার কুলেতে দাঁড়িয়ে
আমি তো দিয়েছি দু'হাত বাড়িয়ে ।।
সেই ভাঙা বাঁশি আজও বুকে বেঁধে
দিন কেটে যায় হারা সুর সেধে
শপথের কথা সেই অবসরে
কোথায় গিয়েছে হারিয়ে ।।
সাগরের ঢেউ ওঠে আর ভেঙে পড়ে
দেখে দেখে মোর বেলা যায় শুধু ঝরে ।
যে কথাগুলো আজও বুকে বাজে
যে কথা দিয়েছো মায়াবিনী সাঝে
সেই কথাগুলো গেছে আজ ঝরে
পাওয়ার সীমানা ছাড়িয়ে ।।