অভিমানী গো কথাটি শোন
এসো না কাছে
মান অভিমানের আরো যে সময়
কত পড়ে আছে ।।


চোখে যদি চোখ পড়ে
মনে যদি পড়ে মন
মান করে বলো রবে কতক্ষণ।
নিজে নিজে ভেবে দেখো মন কারে যাচে ।।


কথা যদি নাই বলো
নাই রাখো হাতে হাত
ঘুম হবে না তো আজ সারারাত।
ভালোবেসে ব্যাথা দিলে ব্যাথা পাবে পাছে ।।