ওরে রসিক নাইয়া
তুই আমারে করলি দিওয়ানা
তোরে ছাড়া, পরান বাঁচে না রে ।
ওরে ও পান ওয়ালী
তুই আমারে করলি মাস্তানা
তোর খিলি পানের নেশা গেলো না রে ।।


বন্ধু রে তোর চুলের বাহার
পাগল করলো মনটা আমার
পাগল মনে তোরে ছাড়া
শান্তি লাগে না রে ।
চিকন চাকন গড়ন রে তোর
লাগে যেন বেহেশতের হুর
বেহেশতের হুর যতোই দেখি
সাধ যে মেটে না রে ।।


পিরিত রতন এতো দামী
বুঝি নাই তো আগে আমি
পিরিত কইরা কি যে হইলো
কইতে পারি না রে ।
এতো বড় জওয়ান হইলি
প্রেমের মর্ম না বুঝিলি
প্রেম না পাইলে দুনিয়াতে
কিছুই পাইলি না রে ।।