ওরে আমার আদরিনী সোহাগিনী বোন
এতো দিনে পেলাম আমি মনের মতো মন
সেই মনের খবর তোকেই ছাড়া বলবো না
সেই খুশির খবর তোকেই ছাড়া বলবো না ।।


খুশির খবর আমায় বলিস না
আমি বড়ই অভাগিনী রে
তাই তো লাগে ভয়
আমার ছোঁয়া পেলে যদি তোর
কোনো ক্ষতি হয় ।
এমন কথা বলিস নারে
সইতে পারি না ।।


সুখের কথা আমায় বলিস না
দুখের কথা লেগে আছে রে
আমার সারা গায়
আমার চোখের জলে যদি তোর
সুখ ভেসে যায় ।
দুখের পরে সুখ আসে
কিছুই ভাবিস না ।।