অন্তর জ্বালাইয়া নয়ন ভাসাইয়া
জানি না কেন যে সুখের
স্বপ্ন দেখাইলা
আমারে বন্ধু পাগল বানাইলা ।।


এতদিন তো ভালোই ছিলাম
প্রেম বিরহ না চিনিতাম
হেসে খেলে কাটাইতাম জীবন
জানিনা কেন যে প্রেমের
রোদে পোড়াইলা ।।


কোথায় যাবো কি করিবো
দুঃখের কথা কারে কইবো
সে তো আমার নিলো না খবর
জানিনা তবু যে কেন
প্রাণে মারিলা ।।