ওগো মোর মধুমিতা
গহনও স্বপ্নও পথে তুমি  এলে
তুমি এলে মোর জীবনে
জীবনে প্রদীপ জ্বেলে ।।


অনেক সাধের সাধনায় তুমি এলে
ভীরু অতসীর রাঙা কামনায় তুমি এলে
তুমি এলে মোর রসনা কুঞ্জে
নতুন পাপড়ি মেলে ।।


আমি তোমার আশায় পথ চেয়ে ছিলাম সেদিন
তোমার প্রেমের গরবিনী আমি তোমাতে হবো বিলীন ।


অনেক ভাবের ভাবনায় তুমি এলে
মৃদু রাগিনীর সুর মূরছায় তুমি এলে
তুমি এলে মোর জীবনে মরণে
গানের সুরভী ফেলে ।।