ওগো চোখে চোখে চেয়ে থেকো না
কিছু বলো, মুখে বলো, কিছু বলো
মনেরই বন্ধ দুয়ার খোলো না, খোলো না, খোলো ।।


বলিতে চাই যে কথা মুখে বলা যায় না তা
চলিতে সে কি বাঁধা তুমি আমার মন মিতা
লজ্জা আমার পায়ে পায়ে
থাকে শুধু বাঁধন হয়ে
এ বাঁধন ছিঁড়ে তুমি চলো না, চলো না, চলো ।।


আসিবে এ জীবনে পদধ্বনি শুনেছি
বাসিবে ভালো মোরে তাই দিন গুনেছি
কাছাকাছি আমরা দু'জন
তাই তো দিলাম ঘোমটা এখন
লাজের এই ঘোমটা তুমি তোলো না, তোলো না, তোলো ।।