ও পাখি তোর যন্ত্রণা
আর তো প্রাণে সয় না
যখন তখন করে জ্বালাতন
ভালো লাগে না ।।


সারা বছর ধরে নিজের হাতে
ফসল ফলাই মোরা সোনার ক্ষেতে
এখানে সেখানে আসতে যেতে
ধান খেয়ে যাস কেন আড়ি পেতে
বারণ করি তোরে এখান থেকে দূরে
আর কোথা যা উড়ে, যা, যা না
নইলে আমি তোরে আমি ছাড়বো না ।।


কোন দেশে থাকিস তুই কোথায় বাড়ি
রকম সকম দেখে চিনতে নারী
একবার যদি তোরে ধরতে পারি
দেবো পায়ে বেঁধে লোহার বেড়ি
চুরি করতে এসে নিজের স্বভাব দোষে
মরবি অবশেষ, মর, মর না
কেন করিস তবু মন্ত্রণা ।।