নীল নীল নীলাঞ্জনা
চোখ দুটি টানা টানা
কপালের টিপ যেন জোনাকির দ্বীপ
তোমার প্রেমে পড়েছি তুমি করো না মানা ।।
আয়নায় মুখ দেখে কেন এত চুপ
নিজেই মুগ্ধ তুমি দেখে ঐ মুখ
ঐ কপলের তিল যেন করে ঝিলমিল
ঐ চুলের সুরভী মেলে হাওয়ায় ডানা ।।
অধরে গোলাপ রাঙা ফুটে আছে ফুল
মন চায় বার বার করি কিছু ভুল
ঐ রাঙা দুটি পায় কারো লাল আলতায়
আহা শিল্পীর তুলিতে আঁকা আল্পনা ।।