না গো তুমি ছাড়া ভালো লাগেনা
আমার তুমি ছাড়া ভালো লাগেনা
তুমি চোখের আড়াল হলে
ভাসি চোখের জলে
কোনো কাজে মন বসে না ।।


তোমাকে নিয়ে আমি ঘর বাঁধবো
তোমারই বধূর সাজে আমি সাজবো
তুমি কাদালেও কাঁদবো হাসালেও হাসবো
তুমি ছাড়া কিছু চিনি না ।।


তোমাকে আঁচল দিয়ে বেঁধে রাখবো
তোমারই ছায়া হয়ে পাশে থাকবো
তুমি জীবনেও থাকবে মরণেও থাকবে
তুমি ছাড়া কিছু বুঝিনা ।।