মিলনের রাত পলকে প্রভাত
বিরহের দিন অন্তবিহীন
তুমি নেই ভাবতেই এ জীবন মরণে বিলীন ।।
প্রতীক্ষা সেতো যতো বিহীন বসবাস করা
চোখের তৃষায় পলে পলে পুড়ে পুড়ে মরা
বিশ্বাস করো সে জ্বালা তো মরণের চেয়েও কঠিন ।।
বসন্ত বেলায় কাঁদে একা কোকিলের গানে
ফুলের শাখা ঢাকা পড়ে বেদনার ঘ্রাণে
বিশ্বাস করো তুমি ছাড়া বাঁচে না তো আমার সুদিন ।।