হায়রে অবুঝ মন একি তোর পরাজয়
ধূলিতে লুটায় প্রাণের বাসনা হৃদয়ের সঞ্চয়
মিছে হলো সবই যে মোর
আঁধার ঘনায় নয়নে
হারিয়ে গেল অনাদরে
যা ছিল এই জীবনে ।।


আলো ভেবে যার কাছে যাই
আলেয়া সে কিছুই না পাই
কেন এতো বঞ্চনা এই
ভ্রান্ত আশার ভুবনে ।।


নিঠুর কেন এই পৃথিবী
মানে না হায় কারো দাবী
চোরা বালি ডাকে আমায়
সে যেন কোন গহনে ।।