মাগো তুমি একবার খোকা বলে ডাকো
নীরব হয়ে অবাক চোখে
কেন চেয়ে থাকো ।।
তোমার কথা শুনবো বলেই
অধীর হয়ে থাকি
এত দুঃখ বলো মাগো
বলো আমি রাখি ।
দুটি হাত ধরো
একটু আদর করো
দোহাই লাগে মাগো তুমি
একটি কথা রাখো ।।
তুমি আমার বাবা মাগো
তুমি আমার মা
তুমি ছাড়া কিছুই আমার
ভালো লাগে না
তোমার কাছে এলে
মনে শান্তি মেলে
তোমার স্নেহ থেকে মাগো
দূরে রেখো নাকো ।।