লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে
গুণীজনে বলে
মূর্খ যারা শুধুই তারা পড়ে গাড়ির তলে ।।
লেখাপড়া শিখে তোমরা কি হও শেষে জানি
বটতলার উকিল না হয় অফিসের কেরানি
কলম ধরতে পারো না তাই মাঠে লাঙ্গল হাতে ধরও
রোদে মেখে ঝড় তুফানে তাইতো খেটে মরও
নিজের জমি চষে খাই, কারো কাছে নাহি যাই
তোমাদেরই অন্ন জোটে আমরা আছি বলে ।।
এ বি সি ডি, ক খ গ ঘ পড়তে কেন বলো
পাড়া বেড়াই পাখি তাড়াই সেই তো আমার ভালো
মূর্খ থেকে যখন তুমি পরের ঘরে যাবে
দেবর, জায়ের খোঁটা শুনে দুঃখ তখন পাবে
পরের ঘরে যাবো না দুঃখ আমি পাবো না
এমনি করে হেসে খেলে যাবে যে দিন চলে ।।