কতটা বছর এই সুখ রবে গো
জীবনের প্রান্তে হারালে অজান্তে
স্মৃতিরা সাথী হবে গো ।।


এই বুকেরই ভেতরে এক ছোট্ট যে ঘর
সে ঘর সাজিয়ে আমি গড়েছি বাসর
এই জীবনটা যেন এক শিশিরেরই বিন্দু
ভালোবাসা সীমাহীন এক মহা সিন্ধু
তারই অতলে ডুব দিয়ে দু'জনে
বেঁচে বরো অনুভবে গো ।।


এই চোখের জোনাকি দেখো জ্বলে টিপ টিপ
তোমার প্রেমের যেন জ্বেলেছে প্রদ্বীপ
এই রাতটাকে করে দাও চিরতরে বন্দী
মনে মনে হয়ে গেছে আমরণ সন্ধি
এমন অমর সুখ জানিনা ভালোবেসে
পেয়েছে কে বলো কবে গো ।।