কোন কাননের ফুল গো তুমি
কোন আকাশের চাঁদ গো তুমি
কোন রাখালের মধুর বাঁশির খুন
জ্বালাইলা আগুন বুকে জ্বালাইয়া আগুন ।
কোন ফাগুনের কোকিল তুমি
কোন নয়নের কাজল তুমি
ভ্রমর হয়ে করো যে গুনগুন
জ্বালাইলা আগুন বুকে জ্বালাইয়া আগুন ।।


ইচ্ছে করে তোমায় ধরে
বন্দী করে রাখি
একটি বারে হও না কন্যা
আমার খাঁচার পাখি ।
জীবন দিলাম যৌবন দিলাম
নাই যে কিছু বাকি
দিবানিশি তোমার স্বপন
আমার মনে আঁকি ।
যেদিন তোমায় প্রথম দেখি
সেদিন থেকে আমি একি
তোমার প্রেমে হয়ে গেলাম খুন ।।


দশ গেরামের মানুষ ডাইকা
বলতে ইচ্ছা করে
তোমার প্রেমে মরার আগে
গেছি আমি মরে ।
এত পরে আইলা কেন
আগে আইলা না
আমার মনের ঠিকানা কি
খুঁইজা পাইলা না ।
আমি ছিলাম মরুভূমি
বৃষ্টি হইয়া আইলা তুমি
ঝরা বনে আনলা যে ফাগুন ।।