কিনি কিনি কংকনো বাজে গো
রিনি ঝিনি অন্তর সাজে গো
জানি জানি ওগো তুমি আসবে ।।


মন বলছে তুমি আসলেই
প্রিয় নাম ধরে ওগো ডাকবে
চোখ বলছে সেই লগনে
তোমাকে আপন করে রাখবে
তুমি আমার ভালোবাসা
চিরদিনের আলো আশা ।।
কিনি কিনি কংকনো.....


যদি জানতে কতো স্বপ্ন
চঞ্চল করে যেন তুলছে
ওগো সুন্দর কতো হিল্লোল
ভাবনার তীরে আজ দুলছে
দ্বারে পাবো পদধ্বনি
বারে বারে আমি শুনি ।।
কিনি কিনি কংকনো.....