কিছু কিছু মন আছে প্রতিদান চায় না
সব ব্যথা মুছে দিয়ে হয়ে যায় আয়না ।।
কোনো কোনো কথা আছে চিরদিন বোবা রয়
কোনো কোনো ব্যথা আছে মানে না তো পরাজয়
তবু কিছু স্মৃতি থাকে যারে ভোলা যায় না ।।
কারো কারো পথ আছে কাঁটা দিয়ে ভরা রয়
তা বলে কি পথ চলা থেমে যেতে কভু হয়
দুখে যে না পুড়ে যায়, সুখ সে তো পায় না ।।